তালেবান প্রশাসনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সফরের কয়েকদিন পর আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা দিলো দিল্লি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর বন্ধ করা হয়েছিল এই দূতাবাস। চার বছর পর ফের তা খুলে যাওয়া ভারত-আফগান সম্পর্কের নয়া মাইলফলক বলে মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে সরকার তাৎক্ষণিকভাবে কাবুলে অবস্থিত কারিগরি মিশনের মর্যাদা আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনছে। এই সিদ্ধান্ত আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ভারতের দৃঢ় সংকল্পকে তুলে ধরে।’ সরকারি এক সূত্র জানিয়েছে, শিগগিরই একজন চার্জ দি’ অ্যাফেয়ার্স (ঈউঅ) নিয়োগ করা হবে; যিনি রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত দূতাবাস পরিচালনা করবেন। ইরান, চীন, রাশিয়া, উপসাগরীয় দেশ এবং মধ্য এশীয় প্রজাতন্ত্রের মতো একাধিক বৃহৎ শক্তি তালেবানের সঙ্গে জড়িত থাকলেও রাশিয়া একাই তালেবানকে আফগানিস্তানের শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, ভারত কাবুলে দূতাবাসের দায়িত্ব নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে একজন রাষ্ট্রদূত পাঠাতে পারে। ডুরান্ড লাইন বরাবর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র শত্রুতা ছড়িয়ে পড়ার পটভূমিতে ১০ই অক্টোবর হায়দ্রাবাদ হাউসে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের তালেবান মন্ত্রী মুত্তাকির সঙ্গে সাক্ষাতের পর টেকনিক্যাল মিশন আপগ্রেডের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। ২০২১ সালের আগস্টে তালেবানরা প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারকে উৎখাত করলে আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয় এবং বিদ্যমান কর্মীদের প্রত্যাহার করে নেয়। ২০২১ সালের গোড়ার দিকে সংঘাত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে মাজার-ই-শরিফ, জালালাবাদ, কান্দাহার এবং হেরাতের ভারতীয় কনস্যুলেটগুলোও বন্ধ করে দেয়া হয়। ভারত ২৩শে জুন, ২০২২ তারিখে কাবুলে একটি প্রযুক্তিগত দল পাঠিয়েছিল, যার উদ্দেশ্য ছিল মানবিক সহায়তা প্রদান এবং কনস্যুলার সহায়তা প্রদান করা।
                     সর্বশেষ 
                    
                    ৪ বছর পর কাবুলে দূতাবাস খুললো ভারত
-    
																	 মিশিগান প্রতিদিন ডেস্ক মিশিগান প্রতিদিন ডেস্ক
- আপডেট ০৬:১৫:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- ৫৭ পাঠক
                                 Tag :  
                                                            
							
                            
                                      জনপ্রিয়                                
                                 
										

























