শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

৭ তারিখে ফেরদৌস ভাইকে ভোট দেব: ভাবনা

মাঝখানে মাত্র একদিন। তারপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। শিল্পী সমাজের আকুন্ঠ সমর্থন পেয়েছেন তিনি। অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও রয়েছেন সেই দলে।

সামাজিক মাধ্যমে আশনা জানিয়েছেন তিনি ফেরদৌসকে ভোট দেবেন। আজ শুক্রবার নিজের ফেসবুকে ফেরদৌসের সঙ্গে ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ৭ তারিখে আমাদের ঢাকা -১০ এ সবাই আমরা আমাদের প্রিয় ফেরদৌস ভাইকে ভোট দেব।

নৌকার মাঝি ফেরদৌসের সঙ্গে ‘দামপাড়া’ চুলচ্চিত্রে অভিনয় করেছেন ভাবনা। এতে অভিনেত্রীকে দুটি বয়সের চরিত্রে অভিনয় করতে হয়েছে। দেশের প্রথম ফিমেল অ্যাম্বেসেডর মাহমুদা হকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন শুদ্ধমান চৈতন। এতে ফেরদৌসকে দেখা যাবে এসপি শামসুল ইসলামের চরিত্রে। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১