সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকাশ্যে দিনের আলোতে মার্কিন সাংসদের গাড়ি ছিনতাই!

মার্কিন কংগ্রেসের একজন নারী সদস্যের গাড়ি ছিনতাই হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ায় দিনের বেলা বন্দুকের মুখে জিম্মি করে তাঁর গাড়ি, মোবাইল এবং সঙ্গে থাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেরি গে স্ক্যানলনের সরকারি ফোন এবং পরিচয়পত্রও নিয়ে গেছে ছিনতাইকারীরা। তবে এ ঘটনায় ডেমোক্র্যাট সদস্য মেরি আহত হননি। তাঁর কার্যালয় থেকেও এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে দোষীদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। এ কাজে সহযোগিতা করছে এফবিআই।

এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোর মতো ফিলাডেলফিয়াতেও গত এক বছরে অপরাধের হার বেড়েছে। মাঝে মাঝেই এ ধরনের ঘটনা ঘটছে শহরটিতে।

এক বিবৃতিতে ফিলাডেলফিয়া শহরের মেয়র জিম কেনি বলেছেন, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, এটা হতাশাজনক এবং বিরক্তিকর ঘটনা। ফিলাডেলফিয়ার মতো সুন্দর শহরে প্রশান্তি ও শান্তির জায়গা হওয়া উচিত। অথচ অপরাধীরা প্রকাশ্য দিবালোকে এ ধরনের বেপরোয়াভাবে অপরাধ করার সাহস পাচ্ছে!

জানা গেছে, ছিনতাইকারী দুজন এসে বন্দুক ঠেকিয়ে গাড়িসহ অন্যান্য জিনিস নিয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ার এফডিআর পার্কের পাশে। ২০১৭ সালের আকুরা এমডিএক্স মডেলের গাড়িটি ছিনতাই হয়েছে।

মেরির কার্যালয় বলছে, সরকারি একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন মেরি। ওই সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১