
কবিঃ শাহী সবুর
মানব কুলে জন্ম আমার
আমি সবার সেরা,
কিন্তু আমার মানব জীবন
লোভ লালসায় ঘেরা।
জ্ঞান খুঁজি না জ্ঞানী হতে
তর্ক করি বাজে,
সম্পদ গড়ি পরের জন্য
আসে না তা কাজে।
পরনিন্দায় দিন কেটে যায়
নিজের খবর নাই,
ভাবছি বসে পরকালে
কোথায় হবে ঠাই?
স্বার্থপরের মত আমি
স্বর্গটা চাই রোজ,
যে মহাজন গড়ছে এটা
রাখিনা তার খোঁজ।
নরক যেতে রাজি তো নই
ভয়ে পরান কাপে,
কিন্তু আমার সারাজীবন
কেটে গেল পাপে।
পাপাচারে ডুবে থাকি
সত্য সঠিক ভুলে,
দাবি করি জন্ম আমার
শ্রেষ্ঠ মানব কুলে।
রোজ হাসরে তরায় নিতে
রাসুল জামিনদার,
এই জীবনে একদিন ও মন
খোঁজ করিনি তার।
রং তামাশায় হেসে খেলে
কাটায় দিলাম দিন,
নির্বোধ আমি মহাজনের
শোধ করিনি ঋণ।
ফন্দি ফিকির যতই করি
আসছে মরণ তেড়ে,
সকল মায়ার বাঁধন কেটে
যেতে হবে ছেড়ে।
আমার আগে মহারথী
ছিলেন ভবে যারা,
মনরে তুমি ভেবে দেখ
আজকে কোথায় তারা?
দুদিনের এই সরাইখানায়
কিসের এত বড়াই?
অকারণে থাকতে ভবে
করছো কেন লড়াই?
রোজ হাসরে স্মৃষ্টি কর্তা
বিচার করবে যবে,
চালাকিতে পার পাবে না
হিসাব দিতে হবে।।