বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কবিঃ এম এ মানিক

স্বাধীন দেশে মুখে তালা
পেটে অন্ন নাই,
নিদ্রামগ্ন হয়ে সবে
এখনো ঘুমায়!

আগুন জ্বলে নিত্য পণ্যে
বাঁচার কি উপায়?
গরীর কাঁদে ক্ষুধার জ্বালায়
বড়োই অসহায়।

আলমা যারা সুখী তারা
সুযোগ সবই পায়!
আমজনতার পকেট ফাঁকা
আজি নিরুপায়।

মধ্যবিত্তের করুণ দশা
ক্লেশিত হৃদয়,
মুখে কিছু বলতে গেলে
প্রাণে লাগে ভয়!

স্বাধীন বাংলার দামাল ছেলে
গেল আজি কই?
বীরের জাতি বলতে যেন
বড়োই লজ্জা হয়!

ভাষার তরে যুদ্ধ করে
স্বাধীন হলো দেশ,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
পেটের ক্ষুধায় শেষ।

কিচিরমিচির ডাকে পাখি
নিশি হলো ভোর,
ঊষার আলো পুব গগনে
খোলো এবার দোর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১