রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিঃ প্রাণকৃষ্ণ বিশ্বাস

নও তুমি এক স্লোগান মাত্র
স্বাধীন বাংলার দস্তখত বটে।
তুমি আমার স্বাধীনতার এক
শাশ্বত বীজ মুক্তির পটে।
তুমি মুক্তিযুদ্ধের প্রবল প্রেরণা
সোচ্চার কন্ঠ বীর বাঙালির
তুমি চিরঞ্জীব এক মুক্তির গান
বিজয় বার্তার স্বপ্ন নীড়।
তুমি পশ্চিম বঙ্গে বাঙালি সত্তার
তুমি ত্রিপুরায় উঁচু বাঙালি শির
তুমি বরাক উপত্যকার বাঙালি ঐক্য
তুমি মুক্তিযুদ্ধের জয়বীর।
তুমি মুক্তিযোদ্ধার সাহসী কন্ঠ
যুদ্ধ জয়ের চিৎকার ক্ষণ।
তুমি অতি তীব্র, অতি সংহত
তুমি তাৎপর্যময় উচ্চারণ।
তুমি রাজনীতির সেরা অমিয় বানী
তুমি অকুতোভয় উক্তি।
দেশ ও জাতির পরিচয় তুমি
স্বাধীন অন্তর্ভূক্তি।
জয় বাংলা তুমি বাংলার প্রাণ
সৌর্য্য মহান সংস্কৃতি
সারা বিশ্বের বাঙালির মুখের
ভাষার সৌন্দর্য স্বীকৃতি।
তুমি বাংলার এক জাতীয় আবেগ
তুমি যে ঋদ্ধ কবিতা গান
তুমি জয় বাংলা হে জয় বাংলা
বাঙালির বিজয় ঐকতান।
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুলের
কাব্য যে এক ‘ভাঙার গান’
‘পূর্ণ-অভিনন্দন’ কবিতা পাতে
প্রথম প্রত্যয়ী শব্দ চয়ন।
তুমি ‘বাঙালির বাঙলা’প্রবন্ধের
তুমি যুগের সেরা আবাহন।
তুমি স্বাধীন বাংলার স্বাক্ষর সঙ্গীত
‘জয় বাংলা,বাংলার জয়’ মহান।
তুমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের
মহাকাব্যের শেষ উচ্চারণ।
এরই পথ ধরে বাঙালির মুখে
ভূয়সী প্রকাশ চিরন্তন।

গর্বিত আজ দেশ ও জাতি
তুমি এদেশের জাতীয় স্লোগান
জয় বাংলা তুমি অমর অক্ষয়
স্বাধীন বাংলার বিজয় সোপান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024