
ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ইসরায়েল এমনটি করলে কয়েক সেকেন্ডের মধ্যেই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আলী বাঘেরী কানি সোমবার (১৫ এপ্রিল) রাতে বলেছেন, ইসরায়েল প্রতিশোধমূলক হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব দেওয়া হবে। এবার আমরা ১২ দিন অপেক্ষা করব না।
এর আগে সোমবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক শেষে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি ইরানে হামলার ঘোষণা দেন। তিনি বলেন, ইরানকে ইসরায়েলে হামলার নিশ্চিত জবাব পেতে হবে। এ বিষয়ে আমরা বিভিন্ন অপশনের কথা ভাবছি।ইসরায়েলি সেনাপ্রধানের হামলার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
পরের দিন পাল্টা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও আক্রান্ত হলে ইসরায়েলে ভয়ানক পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন।
মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনালাপে রাইসি বলেন, ইরানি স্বার্থের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপও যদি নেওয়া হয়, তার সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের জবাব হবে ব্যাপক ও ভয়াবহ। এটা আমাদের পরিষ্কার ঘোষণা।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই জেনারেলসহ মোট সাত সদস্য নিহত হয়। প্রতিক্রিয়ায় ১২ দিন পর শনিবার রাতে ইসরায়েলের দিকে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।
তবে ইসরায়েলের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েল সীমান্তে ঢোকার আগেই ধ্বংস করার দাবি করেছে দেশটি। ইরানি হামলা ঠেকাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব ও জর্ডান সহায়তা করেছে বলে জানা গেছে।
সূত্র : রয়টার্স