শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কান উৎসবে শারীরিক নির্যাতনের শিকার মডেল, করেছেন মামলা

পর্দা নামলেও পার পেল না বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। শারীরিক নির্যাতনের অভিযোগ এনে উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন সাওয়া পন্টিজস্কা নামের ইউক্রেনীয় মডেল। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এরইমধ্যে পন্টিজস্কার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। মুহূর্তে ভাইরাল হয়েছে সেটি। ওই ভিডিওতে দেখা গেছে, পন্টিজস্কা সেজেগুজে আসছিলেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দিকে আসছিলেন। একটি ভবনের গেইট থেকে বের হওয়ার পর একজন নারী নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। পন্টিজস্কা সামনে এগোতে চাইলে ওই নিরাপত্তাকর্মী তাকে জাপটে ধরে পেছনের দিকে ঠেলতে থাকেন। ধাস্তাধস্তিতে এক পর্যায়ে নিরাপত্তাকর্মীকে নিয়েই পন্টিজস্কা বসে পড়েন। পরে ইউক্রেনীয় মডেল ফের উঠে দাঁড়ালে, সেখানে উপস্থিত অন্যান্য কর্মকতারা তাকে ঘিরে ধরেন এবং তাকে পেছনের দরজা দিয়ে চলে যেতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে পন্টিজস্কা বলেন, ‘আমার সঙ্গে ঘটনাটি ঘটে গত ২১ মে। আমি একজন আমন্ত্রিত অতিথি ছিলাম। লাল গালিচায় অংশ নেওয়ার জন্য বৈধ আমন্ত্রণপত্র নিয়ে প্রবেশ করছিলাম। কিন্তু খুব বিশ্রীভাবে আমাকে আটকানো হয়েছে। লাল গালিচায় যাতে আমি প্রবেশ করতে না পারি- সেজন্য আমাকে এমনভাবে চেপে ধরা হয়, আমার মনে হয়েছিল বুনো ভালুক আমাকে জাপটে ধরেছে। আমি খুবই ভয় পেয়ে যাই, ব্যথাও পাই। আমি যখন সামনের সিঁড়ির দিকে আগানোর চেষ্টা করি, ওই নিরাপত্তাকর্মী আমাকে ঠেলে একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যাতে কেউ বুঝতে না পারে কী ঘটতে চলছে। তারপর তিনি আমাকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য করেন।’ মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে, হাজারো মানুষের সামনে একদল নিরপত্তাকর্মী তার উপস্থিতিকে চ্যালেঞ্জ করে বসেন এবং এই ঘটনায় মানসিকভাবে ট্রমার মধ্যে পড়ে যান। এ ঘটনায় এক লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১