শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ দিনে ভারতের ৩ ম্যাচ, দুশ্চিন্তায় রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ড শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) থেকে। যেখানে ‘এ’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করে ভারত। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। মাত্র পাঁচদিনের ব্যবধানে তাদের তিনটি ম্যাচ খেলতে হবে। যা নিয়ে কিছুটা দুশ্চিন্তা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তবে নিজেদের সামর্থ্য দেখিয়ে তিনি সফলভাবে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যের কথাও জানিয়েছেন। ভারতের সুপার এইট যাত্রা শুরু হবে ২০ জুন, আফগানিস্তান ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন বাংলাদেশ, ২৪ জুন তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। সেরা আটের লড়াই শুরুর আগে রোহিতের একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে তিনি বলেন, ‘আমাদের গ্রুপটাতে সবার খুব আগ্রহ রয়েছে এবং এই রাউন্ড পেরোতে আমাদের বিশেষ কিছু করতে হবে। টুর্নামেন্ট দ্বিতীয় পর্ব শুরু করতে এটি ভালো উপায়।’ অল্প সময়ের ব্যবধানে কয়েকটি ম্যাচ খেলা নিয়ে রোহিত বলেন, ‘দেখা যাচ্ছে দলের সবাই পার্থক্য গড়ে দিতে প্রস্তুত, সে কারণে তারা দক্ষতা বাড়ানোর দিকেও বেশ মনোযোগী। এখানে প্রথম ম্যাচ খেলার তিন-চার দিনের মধ্যে বাকি ম্যাচগুলো খেলতে হবে। সূচিটা একটু চাপের। তবে আমরা এই ধরনের চাপ নিতে অভ্যস্ত। খেলার মাঝে আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়। তাই এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না। আমরা দক্ষতা বাড়ানোয় জোর দিচ্ছি এবং দল হিসেবে সেটাই করতে চাই, যা অন্যরাও করে। নিজেদের সেরাটা দিতে প্রতিটি অনুশীলই গুরুত্বপূর্ণ।’ আফগানিস্তান ম্যাচের চার দিন আগেই আমেরিকা থেকে বার্বাডোজে পৌঁছে গেছে ভারতীয় দল। সেখানকার পিচ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা হলেও সুযোগ পেয়েছেন রোহিতরা। সুপার এইটে দলের লক্ষ্য নিয়ে ভারত অধিনায়ক জানান, ‘ওয়েস্ট ইন্ডিজে আমাদের খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। দলের সকলে জানে কার কী করা উচিৎ। ফলাফল নিজেদের পক্ষে রাখতে কাকে কী করতে হবে। সবাই এখন সামনের দিকে তাকিয়ে এবং একইসঙ্গে ভীষণ রোমাঞ্চিত–ও।’ ভারত তাদের গ্রুপ পর্বের পুরোটাই যুক্তরাষ্ট্রে খেলেছে, এর মধ্যে তিনটি ম্যাচই হয়েছে নিউইয়র্কের নাসাউতে। যুক্তরাষ্ট্র পর্ব শেষ, সুপার এইট থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বাকি সব ম্যাচ এবার ক্যারিবীয় দ্বীপে হবে। অন্যদিকে, তাদের গ্রুপে থাকা বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানরা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজেও খেলেছে। তবে এ নিয়ে চিন্তিত নন রোহিত। গ্রুপপর্বে তারা তিন ম্যাচে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে। যদিও কানাডার বিপক্ষে শেষ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।

 

১২ জুনের পর থেকে আর কোনো ম্যাচ খেলা হয়নি ভারতের। ফলে তারা লম্বা সময় পেয়েছে সুপার এইটের প্রস্তুতির জন্য। এরই মাঝে ক্যারিবীয় অঞ্চলে পা রেখে বেশ ফুরফুরে দেখা গেছে বিরাট কোহলি-আর্শদীপ সিংদের। বার্বাডোজে সমুদ্রের পাশে তাদের ভলিবল নিয়ে শরীর গরম করতেও দেখা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১