শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

৪ মাস পর কারামুক্ত বিএনপি নেতা টিএস আইয়ূব

দীর্ঘ ৪ মাস কারাভোগের পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব জামিনে মুক্তি পেয়েছেন।

 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার পর দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। টিএস আইয়ূব জানান, তিনি দুদকের একটি মামলায় জামিনে ছিলেন। কিন্তু গত ২৩ এপ্রিল ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। এরপর তিনি কয়েকবার জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। সর্বশেষ ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার আইনজীবীর আবেদনের পর বিচারক তাকে জামিনে মুক্তি দেন।

 

মুক্তি পাওয়ার পর টিএস আইয়ূব আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি যশোর-৪ নির্বাচনী এলাকাসহ যশোর জেলা বিএনপির নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দ্রুত এলাকায় ফিরবেন বলে জানান। কারাগার থেকে মুক্তির সময় বাঘারপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কারা ফটকে তাকে শুভেচ্ছা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১