বাস খাদে পড়ে বিএসএফের তিন সদস্য নিহত

বাস খাদে পড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহত এসব সেনা বাসে করে জম্মু ও কাশ্মিরের এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। তখন এটি একটি গিরিখাদে পড়ে যায়। যে ছয়জন আহত হয়েছেন তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, সাতটি বাসে করে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। যে বাসটি গিরিখাদে পড়েছে সেটির মধ্যে ৩৫ জন সদস্য ছিলেন। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাণ হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

বাস খাদে পড়ে বিএসএফের তিন সদস্য নিহত

আপডেট ০৯:২২:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বাস খাদে পড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহত এসব সেনা বাসে করে জম্মু ও কাশ্মিরের এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। তখন এটি একটি গিরিখাদে পড়ে যায়। যে ছয়জন আহত হয়েছেন তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, সাতটি বাসে করে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। যে বাসটি গিরিখাদে পড়েছে সেটির মধ্যে ৩৫ জন সদস্য ছিলেন। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাণ হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।