
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে সাড়ে ৪৮ লক্ষাধিক টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি টহলদল এসব চোরাই মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৪ হাজার ৭০ কেজি ভারতীয় চিনি, ১৩ পিস লেহেঙ্গা, ৭ পিস শাড়ী, ৬ হাজার ৬৫৪ পিস বিভিন্ন প্রকার চকলেট, ৮৮ বোতল অলিভ ওয়েল, ১৬৪ পট বাটার, ০৮ টি গরু, ইয়ামা মোটর সাইকেল ১টি, ৪ হাজার ২৬০ কেজি বাংলাদেশী রসুন, ১৩৫ কেজি শিং মাছসহ অন্যান্য চোরাচলানী মালামাল। যার আনুমানিক বাজারমুল্য ৪৮ লক্ষ ৬০ হাজার ১৮০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।