শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জ্যোতির মাইলফলক, ১০৩ রানে থামল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেয়েদের। এমন ম্যাচে শুরুটা দারুণ করলেও শেষের দিকের ব্যাটিং ব্যর্থতায় ১০৩ রানেই থামতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের হয়ে একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিই বিশোর্ধ্ব রানের দেখা পেয়েছেন। ৪৪ বলে ৪টি চারে ৩৯ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। এই রানের মাধ্যমে একটি মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন জ্যোতি। প্রথম নারী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন নিগার সুলতান জ্যোতি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ প্রথম দলীয় পঞ্চাশ পূর্ণ করে মাত্র ৫১ বলে, দুই উইকেট হারিয়ে। সেখানে শেষের ৫৩ রান করতে টাইগ্রেসরা খরচ করেছে ৬৯ বল, হারিয়েছে ৬ উইকেট। এক পর্যায়ে ৭৩ রানে ২ উইকেট ছিল বাংলাদেশের। সেখান থেকেই উইকেটের মড়ক শুরু হয়।

চার নম্বরে নেমে জ্যোতির ৩৯ রানই দলীয় সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন দিলারা আক্তার। ১৮ বলে ১৯ রান করে ফেলেন তিনি। ২২ বলে ১৬ রান করেন সোবহানা মোস্তারি। তাজ নেহার-স্বর্ণা আক্তাররা আউট হয়েছেন চরম ব্যর্থতা দেখিয়ে। ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সবচেয়ে সফল বোলার কারিশমা রামারাক।

‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে একটি জয়ে বাংলাদেশ নারী দলের অর্জন ২ পয়েন্ট। বাংলাদেশের সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন ওয়েস্ট ইন্ডিজেরও। সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তালিকায় শীর্ষে ইংল্যান্ড। তাই সেমিফাইনালে খেলার জন্য গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হলে পয়েন্ট অর্জন করতেই হবে বাংলাদেশকে।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে পিছিয়ে পড়েন লাল-সবুজের জার্সিধারীরা। তবে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীভাবে সফল হওয়া যায়, এখন শুধু সেদিকেই পূর্ণ মনোযোগ তাদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচে খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১