শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

যে কারণে কম কথা বলেন মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

মেহজাবিন সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। এ অভিনেত্রী ঘুরতেও বেশ পছন্দ করেন। সম্প্রতি কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে র্দীঘ এক ক্যাপশন লিখেছেন।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন ভাল শ্রোতা হিসেবে জন্মগ্রহণ করেছি। দৈনিক ভিত্তিতে আমি প্রত্যেক ব্যক্তির কথা শুনি। যখন দু’জন অপরিচিত লোক কাছাকাছি কথা বলছে।’

কম কথা বলার কারণ জানালেন মেহজাবীন

মেহজাবীনের ভাষ্য, ‘আমি অপরাধমূলকভাবে তাদের কথা শোনার চেষ্টা করি কারণ আমি অনুপ্রবেশ করতে চাই না, বরং প্রতিটি ব্যক্তি কতটা সুন্দরভাবে আলাদা তা শিখতে আমি উপভোগ করি।’

অন্যদের কথা শুনলে অবশ্যই কিছু শিখতে পারবো উল্লেখ করে তিনি বলেন, ‘কথা বলা এবং রূপক অর্থে শোনার চেয়ে আমার কাছে মন থেকে কথা শোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কম বলি কারণ আমি যা বলি তা আমাকে কিছু শেখাতে পারবে না, কিন্তু অন্যদের কথা শুনলে অবশ্যই কিছু শিখতে পারবো।’

অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সেই পোস্টের কমেন্ট বক্সে ফাহাদ নামে একজন লিখেছেন, ‘সত্যিই অসাধারণ একটি পোস্ট অনেক সুন্দর হয়েছে।’

মুমু নামে আরেকজনের ভাষ্য, ‘আপু আপনি ঠিক বলেছেন, আমিও আপনার মতো একজন ভালো শ্রোতা। আপনার এ লেখা আমার জন্য অনেক কার্যকর। দেলোয়ার লিখেছেন, ‘অত্যন্ত সুন্দর একটি পোস্ট দিয়েছেন আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১