শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের চারদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই -আসিফ নজরুল

জঙ্গিবাদ যে কোনো ধর্মের হতে পারে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কোনো অজুহাতেই, কোনো মোড়কেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে অ্যালাউ করতে পারি না। তিনি বলেন, বাংলাদেশের চারদিকে কোনো বন্ধুভাবাপন্ন রাষ্ট্র নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, এ দেশে যা ঘটে তা ফুলিয়ে-ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়Ñ এটি নিয়ে ষড়যন্ত্র করা। তাই খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে।

গতকাল বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের স্মরণে আয়োজিত সভায় আসিফ নজরুল এসব কথা বলেন। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকার জেলা ও দায়রা জজ, ঢাকা মহানগর দায়রা জজ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা যদি দেশের ভালো চাই, দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ রক্ষা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই জঙ্গিবাদ-মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবেÑ এর সুযোগ নিয়ে আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, দেশি বা বিদেশি শক্তি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১