সোমবার, ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি চাকরিতে আবেদন ফি কমছে, শীঘ্রই আদেশ

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ বিষয়ে সরকার দ্রুত আদেশ জারি করবে বলেও জানান তিনি।
রোববার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ। পোস্টে ক্রীড়া উপদেষ্টা লিখেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

এর আগে এক স্ট্যাটাসে চাকরির আবেদন ফি’কে বেকার যুবকদের সঙ্গে প্রহসন বলে উল্লেখ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০