রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৮২ বছর বয়সেও ক্লান্তিহীন থাকার কারণ জানালেন অমিতাভ

৮২ বছর বয়সেও সুপার অ্যাক্টিভ বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ নতুন প্রজন্মের অভিনেতাদের জন্যও অনুপ্রেরণার বলা চলে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শককে।এবার নিজেকে ফিট রাখার রহস্য ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। অমিতাভ তার ব্লগে লিখেছেন, ‘কাজই আমার সকল রোগ মুক্তির ওষুধ। আমি কাজ করে যাচ্ছি। এটাই এনার্জি দেয়।’

 

এ কথা অস্বীকার করা যায় না, এই বয়সেও তিনি চুটিয়ে শুটিং করেন। এমনকি, কোনও কাজেই ক্লান্ত হন না তিনি। অমিতাভ তার ক্যারিয়ারে ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তার প্রথম ছবি ছিল ‘সাত হিন্দুস্তানি’। যেখানে তাকে আনোয়ার আলির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।পরবর্তীতে তিনি প্রকাশ মেহরার ‘জঞ্জির’ ছবি থেকে। এই ছবিতে তিনি ইন্সপেক্টর বিজয় খান্নার ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর ‘শোলে’, ‘দিওয়ার’, ‘শাহেনশাহ’, ‘মর্দ’, ‘কুলি’, ‘আনন্দ’-এর মতো একের পর এক সুপারহিট ছবি উপহার দেন দর্শককে। শুধু সিনেমা নয়, টেলিভিশনের কেবিসি-তেও তাকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক।এমনকি, তার জীবনের বহু অজানা তথ্যও উঠে এসেছে এই অনুষ্ঠানের মঞ্চে বারবার। দর্শকরাও মুখিয়ে থাকেন প্রতিটি এপিসোডের জন্য। যেখানে অমিতাভের বিষয়ে নানা তথ্য জানার অপেক্ষায় ভক্তরা। অভিনয়ের বাইরেও দেশবিদেশের সমস্ত খবরে নজর রাখার পাশাপাশি, নানা ধরনের বই পড়া ও লেখালিখিও করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০