শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হ্যাটট্রিক করতে না পারা নিয়ে যা বললেন তাইজুল

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের শেষ সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। যেখানে বড় অবদান টাইগার স্পিনার তাইজুল ইসলামের। তিনি একাই ৫ উইকেট তুলে নেন। এমনকি সুযোগ এসেছিল হ্যাটট্রিক করারও, তবে শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি তাইজুল।দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল জানান সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক করতে না পারায় খুব একটা আক্ষেপ নেই তার। তবে কিছুটা খারাপ লাগছে জানিয়ে তাইজুল বলেন, ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ তো লাগতেই পারে।’

 

দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেন ধার কমছিল টাইগার বোলারদের। দ্বিতীয় সেশনে তো কোনো উইকেটই শিকার করতে পারেনি তারা। তবে শেষ সেশনে এসে রীতিমতো ভেলকি দেখায় স্পিনাররা।তাইজুল বলেন, ‘আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’

 

চট্টগ্রামে তাইজুলের শিকার ৫৭ উইকেট। অন্যদিকে এই মাঠে ৬৮ উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। এ নিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে।”আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’-যোগ করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১