মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পরিচালক নির্ঝর

ওপার বাংলার পরিচালক নির্ঝর মিত্রর পরিচালনায় ওটিটি হইচই-এ মুক্তি পাওয়া ‘ডাইনি’ সিরিজটি সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এদিকে নতুন জীবন শুরু করলেন পরিচালক।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নির্ঝরের ফ্রেমে ধরা পড়ার মতোই এবার প্রেমেও পাহাড়ি টানের দেখা মিলল। প্রেমিকা শালিনী মিত্রর সঙ্গে বাগদান সারলেন তিনি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে হবু স্ত্রীর হাতে হাত রেখে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন নির্ঝর। বুঝিয়ে দিয়েছে এখন থেকে নতুন পথ চলা শুরু হচ্ছে তাদের।প্রতিবেদনে আরও বলা হয়, শহরের কোলাহল থেকে বেরিয়ে উত্তরবঙ্গের প্রকৃতির কোলে বন্ধুদের নিয়ে সময় কাটাতে এসেছিলেন নির্ঝর। এরপর পরিবারের দাবি শুরু হয়, বিয়ে সেরে ফেলার। পরিবারের কথা অমান্য করতে পারেননি পরিচালক।তাই পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে উত্তরবঙ্গেই সেরেছেন বাগদান ও আশীর্বাদ। ২০২৬ সালে বিয়ের পরিকল্পনা করছেন নির্ঝর-শালিনী। বাগদান পর্বের মতো বিয়েও কি পাহাড়কে সাক্ষী রেখেই করবেন তারা? তা যদিও জানা যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১