রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়

খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, দিল্লির দাসত্ব ও গোলামি থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিকে ব্যবহার করতে দেওয়া হবে না।

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিস গণসমাবেশের আয়োজন করে।

মাওলানা মামুনুল হক বলেন, ২০২৪ সালের স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশের মানুষের ইতিহাস, আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এদেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি। ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রেসক্রিপশন আনলেন। ভারতীয় সংবিধানের মূলনীতি বাংলাদেশে আনার দস্তখত দিলেন। ৭২-এ নতুন চেতনা দাঁড় করানো হলো।

তিনি বলেন, আমরা দিল্লির দাসত্ব ও গোলামি থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিকে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ মানবতাবাদী দেশ। যখনই প্রয়োজন নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১