মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এক মাঠেই সব ম্যাচ খেলবে বাংলাদেশ

সব শঙ্কা দূর করে সম্প্রতি এশিয়া কাপের আসন্ন আসরের সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদিও তখন ভেন্যু ও ম্যাচ শুরুর সময় জানায়নি সংস্থাটি। এবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টটির বাকি তথ্যগুলোও জানিয়ে দিলো এসিসি।

আয়োজক ভারত হলেও এশিয়া কাপের এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতে। এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, টুর্নামেন্টের ম্যাচগুলো হবে দুটি ভেন্যুতে- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের সবগুলো ম্যাচই খেলবে আবুধাবিতে।

আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে এশিয়া কাপে অংশ নেবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দা উঠবে।

একদিন পর অর্থাৎ ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ- প্রতিপক্ষ হংকং। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লিটন দাসদের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

এশিয়া কাপের সবচেয়ে দর্শকপ্রিয় ম্যাচ পাকিস্তান-ভারত লড়াই হবে ১৪ সেপ্টেম্বর। ম্যাচটির ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে উভয় গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা করে নেবে। গ্রুপ পর্বের মতো শেষ চারেও প্রতিটি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে পা রাখবে।

শেয়ার করুনঃ