সোমবার, ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাইলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
ক্রিকেটকে বিদায় বললেন শফিউল
পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬ হাজার পদ
নেত্রকোনায় ২৩০ বছরের প্রাচীন তিন গম্বুজ মসজিদ
সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান
সেন্টমাটিনে নৌবাহিনীর অভিযান, ১০ দালালসহ ২৭৩ ভিকটিম উদ্ধার
তারেক রহমান দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান পদে আসছেন: মির্জা ফখরুল
বাংলাদেশ না গেলে কী হবে? আইসিসির সামনে কঠিন তিন পথ
এবার মেক্সিকো কলম্বিয়া ও কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি
ভেনেজুয়েলার নেতৃত্বে মাচাদোকে সমর্থন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে: ট্রাম্প

ঢাকা-১৫ : জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

 

জামায়াত আমিরের জমা দেওয়া হলফনামাসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাইয়ে কোনো ধরনের ত্রুটি পাননি রিটার্নিং কর্মকর্তা। এছাড়া তার বিরুদ্ধে কোনো অভিযোগও পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া একজনের মনোনয়নপত্রের সিদ্ধান্ত পেন্ডিং (ঝুলে) রাখা হয়েছে।

 

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামীর মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ এবং গণফোরামের একেএম শফিকুল ইসলাম।

 

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক থাকা এবং কোনো অভিযোগ না থাকায় শফিকুর রহমানসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী শামসুল হকের মামলার তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তার মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

 

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২১ জানুয়ারি দেওয়া হবে প্রতীক বরাদ্দ। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

শেয়ার করুনঃ