
দেশের অন্যতম অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড এবং বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালসের মধ্যে গত ১৫ ডিসেম্বর একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মৌসুমে ফুডি ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।
রাজধানীর শেরাটন ঢাকায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক আন্তর্জাতিক পাকিস্তানি ক্রিকেটার ও দলের মেন্টর শোয়েব আখতার।ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই এই সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা জানান, এটি কেবল একটি পার্টনারশিপ নয়, বরং বিপিএল এবং দেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার একটি কৌশলগত উদ্যোগ।
এই পার্টনারশিপের মাধ্যমে ফুডি এবং ঢাকা ক্যাপিটালস একসঙ্গে একটি স্মরণীয় বিপিএল মৌসুম উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।