
নিরাপত্তা ইস্যু নিয়ে বিসিবি-আইসিসি দ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই নতুন সংকটে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে প্রাণঘাতী ‘নিপাহ’ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আসরটি শুরু হওয়ার কথা থাকলেও ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে আয়োজকদের।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন এই স্ট্রেনের নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এক চিকিৎসক ও দুই নার্সসহ মোট ৫ জন আক্রান্ত হন। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংক্রমণ আরও বাড়লে বিশ্বকাপের লজিস্টিকস, নিরাপত্তা পরিকল্পনা এবং খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
নিপাহ ভাইরাসের এই প্রাদুর্ভাব এমন সময়ে এল যখন বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে বিতর্ক তুঙ্গে। নিরাপত্তা শঙ্কায় ভারত বিশ্বকাপ খেলতে বিসিবির অসম্মতি জানানোর পর আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে। তবে ভাইরাসের নতুন এই ধাক্কায় এখন অন্যান্য দেশের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই জানিয়েছে, তাদের অংশগ্রহণ নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। পরিস্থিতির অবনতি হলে পাকিস্তান তাদের ভারত ম্যাচ বয়কট করতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
বাদুড় থেকে ছড়ানো নিপাহ ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী। এর মৃত্যুহার প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমানে এই ভাইরাসের কোনো কার্যকর টিকা বা চিকিৎসা না থাকায় বিশ্বজুড়ে এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইসিসি পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ‘প্ল্যান বি’ হিসেবে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।