বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নীতি না বদলালে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় : রেজাউল করীম

নীতি পরিবর্তন না করে শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইলের কালিহাতি, সদর ও দেলদুয়ারে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে পুরোনো নীতি ও বন্দোবস্ত পরিবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো পুরোনো কায়েমি স্বার্থবাদকে টিকিয়ে রাখতে কাজ করছে। পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে জাতির লড়াইয়ে ইসলামী আন্দোলন এককভাবে লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ে আপনাদের পাশে চাই।

তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন, যারা নয়া বন্দোবস্ত চান, তারা হাতপাখায় ভোট দিন।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না। সন্ত্রাস থাকবে না। চাঁদাবাজি থাকবে না। টাকা পাচার হবে না। ইসলামের মধ্যেই সব ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রয়েছে। ইসলাম সবার আশ্রয়স্থল। নাগরপুর-দেলদুয়ারে হাতপাখার প্রার্থী আখিনুর সবার জন্য আশ্রয়স্থল হয়ে দাঁড়াবে।

টাঙ্গাইল-৬ আসনের প্রার্থী আখিনুর মিয়া বলেন, নাগরপুর ও দেলদুয়ার বরাবরই বঞ্চিত। আমি এমপি নির্বাচিত হলে এই অঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। দেশের প্রতিটি টাকা আপনাদের জন্য ব্যয় করা হবে। আমি দুর্নীতি করব না। কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আমি সন্ত্রাস প্রশ্রয় দেব না, কাউকে সন্ত্রাস করতে দেওয়া হবে না। অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে। তারুণ্যের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি হোসাইন ইবনে সরোয়ার প্রমুখ।

শেয়ার করুনঃ