রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এক বছরে প্রায় ৩০টি মসজিদ বন্ধ করেছে ফ্রান্স

এক বছরে ৩০টির কাছাকাছি মসজিদ বন্ধ হয়েছে ফ্রান্সে। ২০২০ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ৮৯টি মসজিদ পরিদর্শন শেষে ৩০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়।বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন করে আরও ৬টি বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, বিচ্ছিন্নতাবাদবিরোধী আইনে এসব মসজিদ বন্ধ করা হয়েছে। এই আইন প্রণয়ন করার আগে ২৪ হাজার ধর্মীয় স্থান পরিদর্শন করে ফ্রান্সের পুলিশ উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে সাড়ে ছয় শ ধর্মীয় স্থান বন্ধ করে দেয়।

তিনি আরো বলেন, পরিদর্শনের পর এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার কারণে এটি করা হয়েছে।

এছাড়াও অক্টোবরে চারটি সমিতি বন্ধ হতে যাচ্ছে। ২০৫টি অ্যাকাউন্ট বাজায়েপ্ত করা হয়েছে। দুইজন ইমামকে বহিষ্কার করার কথা জানিয়েছে ফ্রান্সের সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024