রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের বন্ধ অ্যাকাউন্ট ফিরে পেতে চান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য আদালতে আবেদনও করেছেন তিনি।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে ডোনাল্ড ট্রাম্প ওই আবেদন জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যদিও ট্রাম্পের এ আবেদনের ব্যাপারে টুইটার কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি। নির্বাচনের পরাজয়ের পর এ বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের উত্তেজিত সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। ওই ঘটনায় ৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। ট্রাম্প সে সময় টুইটারে বলেন, ‘ভোট চুরি করে জো বাইডেন আমাকে হারিয়ে দিয়েছেন।’ এই বক্তব্যের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মধ্যে। এ ঘটনায় উসকানির জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। পরে টুইটারসহ সামাজিক মাধ্যমগুলো তাদের প্লাটফর্ম থেকে ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে।ট্রাম্পের অ্যাকাউন্ট যখন বন্ধ করা হয় তখন টুইটারে ৮৮ মিলিয়ন অনুসারী ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024