শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লঞ্চ ভাড়া বাড়ানোর ব্যাপারে বৈঠক কাল, হুমকি দিচ্ছেন বাস মালিকরাও

জ্বালানি তেল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোয় বাস ভাড়া বাড়ানোর কথা ভাবছেন পরিবহণ মালিকরা। এ জন্য সড়ক পরিবহণে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন তারা। ভাড়া না বাড়ানো হলে শুক্রবার থেকে সারা দেশে পরিবহণ ধর্মঘটের হুমকিও দিয়েছেন মালিকরা।
ডিজেলের দাম বাড়ায় লঞ্চ ভাড়া বাড়বে কিনা, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই শীর্ষ নেতা।

গেল বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দিবাগত রাত ১২টা থেকে এটি কার্যকরের কথাও বলা হয় প্রজ্ঞাপনে। ফলে আজ (বৃহস্পতিবার) থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার কিনতে হবে ৮০ টাকায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024