মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্মাননা স্মারকে মুজিববর্ষে জায়গায় ‘মুবিজবর্ষ’

মহান বিজয় দিবসের সম্মননা স্মারকে ‘মুজিববর্ষ’ বানান ভুল পাওয়া গেছে ভোলার লালমোহন উপজেলায়। ওই স্মারকে মুজিববর্ষের পরিবর্তে লেখা ছিল ‘মুবিজবর্ষ’।

জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এ সম্মাননা স্মারক বিতরণ করে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত থেকে ভুল লেখা সম্মাননা স্মারকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিষয়টি নিয়ে চলছে সমালোচনা।

তবে প্রশাসনের দাবি, প্রিন্ট দোকানিদের মাধ্যমের এই ভুল হয়েছে। তারা যে লেখাগুলো দেখিয়েছিল সেগুলো সঠিক ছিল। তবে প্রিন্ট করার সময় তারাই ভুল করেছে।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, তিনি সঠিকভাবে লিখে দিয়েছিলেন। লালমোহন উপজেলার একটি প্রিন্টিংয়ের দোকানের কম্পিউটার অপরেটর লেখাগুলো ডিজাইন করে তাকে হোয়টস অ্যাপের মাধ্যমে পাঠিয়েছিল। তখনও লেখা ঠিক ছিলো। কিন্তু পরে ডিজাইন ও লেখা পরিবর্তন করা হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি বিতরণের সময় লক্ষ্য করা হয়নি। পরে ভুল জানার পরে দোকানের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভুল স্বীকার করে। ওই দোকানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ