সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে আওয়ামী মৎস্যজীবী লীগের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শিব্বির আহমদঃ সিলেটে জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৎস্যজীবীলীগের কমিটিতে অমৎস্যজীবীদের ডুকানোর পায়তারার প্রতিবাদে ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর সারদা হল সংলগ্ন আলী আমজাদের ঘড়ির সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীতে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

সিলেটে জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মঈন উদ্দিন, শেখ হানিফ উদ্দিন, ডাঃ জুবায়ের আহমদ, গৌরাঙ্গ সরকার, রহিম উদ্দিন, আব্দুল খালিক, সহ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, আছকির আলী, সাংগঠনিক সম্পাদক আদিল আহমদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম খছরু, সিনিয়র সদস্য সাদ্দাম হোসেন, জাবেদ আহমদ, মৎস্যজীবীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অহির মিয়া, আব্দুল মতিন, নিমার আলী, জাহেদ আহমদ, ময়নুল ইসলাম, কুদ্দুস মিয়া, নুরুল হক নান্টু, নগেন্ড বাবু, জামাল উদ্দিন, আলম, নজরুল ইসলাম, ছাদেক আহমদ, ছায়মন, খোকন, মুমিনুল ইসলাম, আফতাব উদ্দিন, শেখ তাহমিদ, মকবুল হোসেন, নজরুল ইসলাম, নাজিম উদ্দীন, মুহিবুর রহমান, কামাল আহমদ, রাজু আহমদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আওয়ামী মৎস্যজীবীলীগের কমিটিতে অমৎস্যজীবীদের ডুকানোর পায়তারার ক্ষোভ
তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে মৎস্যজীবীরা নিঃসার্থে মৎস্যজীবীলীগ করে যাচ্ছেন। একটি স্বার্থনেশী মহল তাদের পায়দা হাসিল করতে অমৎস্যজীবীদের মৎস্যজীবীলীগের কমিটিতে ডুকানোর পায়তারায় লিপ্ত রয়েছে। বক্তারা, সেদিকে সচেতন হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে মৎস্যজীবীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024