শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্টাবার্ষিকী পালন

নিজস্ব ডেস্কঃ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের শক্তিশালী ইউনিট মিশিগান স্টেট ছাত্রলীগ।

গত ৪ তারিখ মঙ্গলবার মিশিগান স্টেটের ওয়ারেন সিটির দাওয়াত চইনিস রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ ঘঠিকায় এক আলোচনা সভায়, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন আহ্ববায়ক কাজী মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুস শাকুর খান মাখন , বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি খাজা শাহাব আহমদ , এছাড়াও বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মুকুল খান, রাজ রহমান , আবেদ মনসুর , নাহিদ চৌধুরী , হিমেল রাজ , সায়েম উদ্দিন চৌধুরী , দেবাশীষ দাস ,জনি দেব , কানে দও , ছাত্রলীগ নেতা সামাদ আহমেদ , মিশিগান স্টেট সেচছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কবির আহমদ শাহরিয়ার, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির অন্যতম সদস্য ইমরান আহমদ নাহিদ,রেজাউল হাসান , আরিফ আরমান জিসান , রুহেল আহমদ , জহীরুল তাননু , আবদুল্লাহ আহমদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযোদ্ধে নিহত শহীদ ও ১৫ ই আগষ্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংঘঠনের নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না।বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস।

বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের প্রান। তারাই আগামী দিনের ভবিৎষত। আগামী দিনে দলকে এগিয়ে নিতে ছাত্রলীগের কোন বিকল্প নেই। তাই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরনে ছাত্রলীগকেই অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, এখন সময় হয়েছে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যেবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার। আসুন আমরা সবাই ঐক্যেবদ্ধভাবে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগকে যার যার অবস্থান থেকে জয়লাভের জন্য কাজ করি।

আলোচনা সভা শেষে মিশিগান স্টেট ছাত্রলীগের নেতৃত্বে ৭৪ তম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়। বক্তারা মিশিগান স্টেট ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন । এবং পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024