বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝরাপাতার বারোম‍্যাসা

কবিঃ মহীতোষ গায়েন

কথা দিয়েছিলাম,রাখতে পেরেছি তাতেই সুখশান্তি
আর কিছু পাওয়া না পাওয়া তাতে যায় আসে না,
অবিরাম ছায়ার সাথে হেঁটেছি,ছায়া দিয়েছে ক্লান্তি।

অবিরাম বৃষ্টিতে ভিজেছি,সে বৃষ্টিতে বিক্ষত তনুমন
অবিরাম আশা নিয়ে চলায় ঠকেছি,হোঁচট খেয়েছি,
অবিরাম অনুরাগহীন ফুলের সাথে তবুও প্রতিক্ষণ।

কখনো কি কারোর মনে হয়নি যে,সহজ সরল মরে
একজন ভালো মানুষ সবার কাছে ঠকতে ঠকতে…
শেষে একদিন সে ভয়ঙ্কর জটিল হয়ে যেতে পারে!

আকাশে উঠেছে চাঁদ,আলোয় খুঁজেছি প্রেম-নুড়ি
কত গ্রীষ্ম পার করেছি বর্ষার জন‍্য,কত বর্ষা পার
করেছি শরতের জন‍্য,শিউলি-ডালে মরেছে কুঁড়ি।

হেমন্তের মাঠে মাঠে ঘুরেছি,ঝরা ফুল কুড়িয়েছি
শীতের শিশির গায়ে মেখে খুঁজেছি কাঙ্ক্ষিত সুখ,
বসন্ত বাতাসে বনফুল আজ খোঁপায় গুঁজেঠকেছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024