মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মায়ের মতো আপন

কবিঃ শাহীন আহমদ

ধরার মাঝে হয় না কেউ
মায়ের মতো আপন,
স্বার্থ ছাড়া কেউ করে না
মায়ের মতো যতন।

আমি কষ্ট পেলে মুখ দেখে
মা যেতেন বুঝে,
মায়ের মতো নেই যে কিছু
এই ধরার মাঝে।

আমার জীবনে সব সময়
মা থাকেন পাশে,
আমার দোষে দোষী হয়েও
মা যায় ভালোবেসে।

মায়ের আঁচল ধরে আমি
ঘুরছি কত বেলা,
মা রাখতেন চোখে চোখে
করতেন আদর মেলা।

মা জননীর কথা আমার
মনে পড়ে যখন,
হাতের কাজ রেখে আমি
মা-কে করি ফোন।

মায়ের শরীরের সুগন্ধি ঘ্রাণ
আজও লাগে নাকে,
আল্লাহ তুমি রাখিও ভালো
আমার মা জননীকে।

শেয়ার করুনঃ