সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন ভোরের প্রত্যাশায়

কবিঃ এস এম শহীদুল্লাহ সরকার

কোন এক নতুন দিগন্তে থেকে,
কোন নতুন ভোরের আবেষে,
সোনালী আলোর ঝলমলে রোদ্দুরে,
কেউ যদি কখনও কোনদিন,
আমাকে হাত ইশারায় ডাকে,
আমি সেদিন ও তার ডাকে,
সত্যিকার ভাবেই সাড়া দিবো।

যদি কেউ ভালোবেসে আমাকে,
ভালোবাসার কথা বলে,
আমি ভালোবাসবো সেদিন ও তাকে,
হয়ে যাবো দিশেহারা,
তার দেওয়া কষ্ট গুলো না হয়,
আমাকে সে উপহার দিবে,
আমি মাথা পেতে সহ্য করবো।

সে না হয় খিল খিল হাসবে,
সে না হয় সুখের সাগরে ভাসবে,
আমার কষ্ট গুলো দেখে,
তবুও আমি সেদিন বলবো তাকে,
তুমি সুখে থেকো প্রিয়,
আমার ভালোবাসার কবর দিয়ে,
আমার ভালোবাসাকে ভুলে,।

আমি যে তোমাকে সত্যিকার ভাবে,
ভালোবাসতে পেরেছিলাম,
এটাই আমার জীবনে চরম স্বার্থকতা,
আমি ব্যর্থ নই কখনও কভু,
ব্যর্থ তো হলে তুমি নিজেই,
তুমি আমার ভালোবাসা,
সত্যিকার ধরে রাখতে পারলেনা,
এটাই তোমার বড় ব্যর্থতা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024