বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বপ্ন যদি না থাকতো

কবিঃ রাশেদ সরদার

মনের মাঝে অনেক স্বপ্ন
সবাই দেখো করে চাষ,
বাস্তবে তা রুপ আনিতে
ভবে মাঝে করছে বাস।

স্বপ্ন যদি না থাকিতো
জীবন চলার পথে ভাই,
সফল জীবন কেমন করে
আমরা সবে পেতাম তাই।

সফল হতে ভবের মাঝে
স্বপ্ন থাকে যে আগে,
স্বপ্ন তাদের হৃদয় মাঝে
সর্বসময় তাই জাগে।

মানব কূলে এসে সবাই
স্বপ্ন দেখে প্রতিক্ষণ,
স্বপ্ন পূরণ করতে মানুষ
পরে থাকে সর্বক্ষণ।

জ্ঞানীজন দের মুখের বাণী
স্বপ্ন নিয়ে চলো পথ,
একদিন ভবে সফল হবে
দেখবে সদায় প্রভুর রথ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024