
শিব্বির আহমদঃ সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নিজ এলাকায় শীতার্থ মানুষের পাশে দাড়িয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের বিভিন্ন শীতার্ত মানুষের বাড়ীতে রাতের আধারে নিজে গিয়ে শীত বস্ত্র প্রদান করছেন।
গত ১০ জানুয়ারি থেকে রাতে নিয়মিত এ কাজ করে চলছেন যুবলীগ এই নেতা। আলম খান মুক্তি বলেন, আমার নিজ উদ্যোগে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাধারণ শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি, আমার যতটুকু সামর্থ্য তাই নিয়ে এগিয়ে এসেছি, জননেত্রী শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসাবে আমার কাজ করে চলছি।
যতদিন শীতের তীব্রতা থাকবে ততদিন আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে, ৪নং ওয়ার্ড বাসীর সুখে-দুঃখে আমি পাশে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।