সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭ অক্টোবর মিশিগানে মিউজিক ফেস্ট, আসছেন একঝাঁক তারকা!

বিশেষ প্রতিনিধিঃমিশিগান মাতাতে আসছেন এসময়ের জনপ্রিয় একঝাক তারকা শিল্পী। গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান, বাংলাদেশি-অ্যামেরিকান মোজা, জনপ্রিয় ব্যান্ডদল শূন্য ও ব্ল্যাক। এছাড়া পারফর্ম করবেন তানভি, আরমান, দীবয়, হিমেল, মিশিগানের পপুলার ব্যান্ডদল ইক্কি গা এবং টেন এন্ড হাফ মাইলস-এর শিল্পীরা।

গত শুক্রবার ১৮ অক্টোবর ওয়ারেনের আড্ডা রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আয়োজক সংগঠন বিয়ার ইভেন্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জানানো হয়, বাংলাদেশি মিউজিক ফেস্ট নামে এই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সময়ের সাড়া জাগানো ব্যান্ডদল ও তারকা ছাড়াও স্হানীয় নামী ব্যান্ডদল এতে অংশগ্রহন করবে। অনুষ্ঠানে অংশ নেবেন ১৫ জন সংঙ্গীত তারকা।আগামী ২৭ অক্টোবর শুক্রবাব ওয়ারেন কমিউনিটি সেন্টার ৫৪৬০ আরডেন এ্যভিনুতে এই ইভেন্ট সন্ধ্যে সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। এতে প্রবেশ ফি সাধারণ ৫০ ডলার এবং ভিআইপি ১০০ ডলার।টিকিট পাওয়া যাবে-ওয়ারেন সিটির আড্ডা রেস্টেুরেন্ট, আল শাহী প্যালেস, তাসমিন ফ্যাশন এবং স্বপ্ন সুপার মার্কেট হ্যামট্রামিক সিটিতে।হলের ধারণ ক্ষমতা প্রায় সাড়ে পাঁচশো।আয়োজনে মিশিগান বাংলাদেশ কমিউনিটি। সংবাদ সম্মেলনে আয়োজকদের মধ্যে মঈনউদ্দিন, ফয়জুর, রসি মীর, রুম্মান আহমেদ স্বাগত, হোস্ট শারমিন তানিম, লুবনা রহমান, মুন্নি রহমান, কার্নিজ ফারিহা প্রমুখ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর নাসির সবুজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন স্হানীয় বেশকিছু ব্যাবসা প্রতিষ্ঠান। একটি ব্যাবসায়িক অনুষ্ঠানের আয়োজনে কেন বাংলাদেশি কমিউনিটির নাম ব্যবহার করা হয়েছে সাংবাদিকদের এমন এক প্রশ্নে উদ্যোগতারা বলেন, তারা এতটা চিন্তা ভাবনা করে তা করেননি। তারা এই কমিউনিটির সাথে সম্পৃক্ত আছেন তাই এ দাবী থেকেই বাংলাদেশি কমিউনিটির নামটি ব্যবহার হয়েছে। তারা সাংবাদিকদের অন্যান্য প্রশ্নেরও উত্তর দেন। এই অনুষ্ঠানের বাজেট হচ্ছে ৫০ হাজার ডলার বলে উদ্যোগতারা জানান। উদ্যোতাদের মিশিগানে এটি প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে আয়োজকরা সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024