রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বনলতা ফুল

কবিঃনবীন হোসেন

বনের কাছে চেয়েছিলাম
বনলতা ফুল
লতা বলে এখনও তো
ফুটেনি মুকুল।
ফুল যে আমার নাকের নোলক
নাকে পরি তারে
নোলক নিয়ে চলে গেলে
আসবে কী আর ধারে?
আমার নোলক রেখে দাও না
আমার নাকের পরে
রোজ বিকেলে এসে তুমি
দেখ নয়ন ভরে।
বনের ধারে এসো তুমি
শুঁকতে ফুলের ঘ্রাণ
আমার ঘ্রাণে ভরা থাকুক
সদায় তোমার প্রাণ।
চলার পথে আমার সুবাস
পাবে যখন নাকে
একটু থেমে জিরিয়ে যেও
বনো পথের বাঁকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024