দলের সংকট নিরসন না হলে নির্বাচনে যাবেন না রওশন এরশাদ
নভেম্বর ২৫, ২০২৩
,
৩:৩৫ অপরাহ্ণ
175
রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেছেন, দলের মধ্যে চলমান সংকটের নিরসন না হলে নির্বাচনে অংশ নেবেন না বিরোধী দলের নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
শনিবার (২৫ নভেম্বর) রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, রওশন চান পার্টি এক হয়ে চলুক। জি এম কাদেরপন্থিদের মধ্যে দু-চারজন বিরাট পজিশনে থাকায় দলে অনুকূল পরিবেশ নেই। যেসব বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধী রয়েছে সেগুলো নিষ্পত্তি না হলে রওশন এরশাদ নির্বাচনে অংশ নিবেন না।
তিনি রওশনপন্থিদের মধ্যে মশিউর রহমান রাঙ্গাসহ ছয়জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে না দেওয়ার অভিযোগও করেন।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চন্নু।
তিনি বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশ নেব। তবে আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।