শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা পরীক্ষায় পিসিআর ব্যবহার করছে উত্তর কোরিয়ায়

উত্তর কোরিয়ার স্থানীয় বার্তা সংস্থা থেকে জানা যায়, দেশটির প্রশাসনের পক্ষ থেকে স্টেট অ্যাকাডেমি অফ সাইন্সের প্রযুক্তিবিদরা করোনা পরীক্ষার জন্য নিজেদের পলিমেরেজ চেইন রিঅ্যাকসন বা পিসিআর সরঞ্জাম তৈরি করেছে।মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়া সরকার করোনায় আক্রান্তের সংখ্যা প্রকাশ করেননি।তবে সীমান্ত বন্ধ করে দিয়েছে, ভ্রমণ সীমাবদ্ধ করেছে এবং কঠোর প্রতিরোধ ব্যবস্থা আরোপ করেছে।কেসিএনএ বার্তা সংস্থা বলেছে,বিশ্বের আন্যান্য দেশের মতো উত্তর কোরিয়াতেও করোনার ডেল্টা এবং লেম্বডা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে চলতে আহবান করা হচ্ছে।উত্তর কোরিয়ার কারোনা টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য খুবই কম পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বুরুন্ডি, ইরিত্রিয়া এবং উত্তর কোরিয়া এ তিনটি সদস্য দেশ যেখানে তাদের করোনার জন্য ক্যাম্পিং হয়নি।স্থানীয় বার্তা সংস্থার একটি প্রতিবেদনে জানা যায়, করোনা সংক্রামণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় কিছু কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন কিম জং উন।কিমের দাবি, সেদেশে করোনা ভাইরাস সংক্রামণ ছড়ায়নি। তার মতে করোনা লকডাউন বা করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি কোনো যুদ্ধ পরিস্থিতির চেয়ে কম নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১