শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আাফগানিস্তানে নিহত মার্কিন সেনাদের স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন হুইটমার

আফগানিস্তানের কাবুলে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় নিহত মার্কিন সেনা সদস্যদের সম্মানে মিশিগান রাজ্যে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন গভর্নর গ্রেচেন হুইটমার।ওই নির্দেশনা অনুযায়ী, সোমবার ৩০ আগস্ট পর্যন্ত মিশিগান রাজ্যের সব সরকারি ভবনে মার্কিন ও মিশিগানের পতাকা অর্ধনমিত থাকবে।এক বিবৃতিতে গভর্নর হুইটমার বলেন, “আমরা বীর সেনা সদস্যদের কাছে চির ঋণী,যারা আমাদের জাতির সেবায় তাদের জীবন উৎসর্গ করেছেন”। হুইটমার বলেন,আফগানিস্তানে হামলা একটি বৈশ্বিক ট্র্যাজেডি।তাঁর চিন্তা নিহতদের প্রিয়জন, হামলায় আহত সৈন্য এবং অগণিত আফগান নিহত ও আহতদের নিয়ে।তিনি আফগানিস্তানে এখনও মিশন চালিয়ে যাওয়া মার্কিন সেনা সদস্যদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন।হুইটমার আগামী সোমবার পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন এবং মিশিগানের বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থাগুলিকেও অনুসরণ করতে উৎসাহিত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024