শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

“অপেক্ষার আক্ষেপ”

কবি: জাহিদ হাসান আবেদ।

হয়তো ফিরবে না তুমি এ আঙ্গীনায়,
হয়তো হবে না দেখা আর দুজনায়।
হয়তো জমবে মেঘ ঐ দূর আকাশের সীমানায়,
হয়তো ভিজা হবে না দুজনের ঐ নীল জোছনায়।

হয়তো আধার করে আসবে আবার ঝুম বৃষ্টি,
ঐ সবুজের প্রান্তর জুড়ে।
হয়তো কাঠ ফাটা রৌদ্দুরে পুড়বে শহরটা,
আচমকা আসবে বালি ঝড় মরুরি প্রান্তরে।
তবুও তুমি আসবে না ফিরে,
তোমার চেনা মানুষটার এই আপন শহরে।

হয়তো শেষ বিকেলের সূর্যটা,
সেদিনের মত করে হঠাৎ আড়াল হয়ে, বৃষ্টিকে করবে গ্রহন।
লোকচক্ষুর মাঝে হয়ে যাবে চন্দ্রগ্রহন,হয়ে যাবে সূর্যগ্রহন,
তবুও দেখিবে না কেহ হৃদমাঝে বয়ে যাওয়া কত শত ক্ষতর দহন।

হয়তো শিশির বিন্দু জমে থাকিবে,
মাঠের ঐ দুর্বার ডগায়।
হয়তো বেলী ছড়াবে সুবাস,
থেকে ঐ দক্ষিণ কোনের জানালার পাশটায়।
সবাই চলবে যে যার আপন গতিতে,
শুধু আমারই ফিরে যেতে হয় ফেলে আসা অতীত স্মৃতিতে।

হয়তো তোমার নীরবতায় আমি,
এখন করতে যেতে পারবো না আগের মত কোন প্রকার পাগলামী।
এসব পরলে মনে আমার মাঝে আমি থাকি না,
পাতায় লেখা অত শত কাব্য কবিতা আমি বুঝি না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024