বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে হাসপাতালে তীব্র অক্সিজেন সংকট, মৃতদের লাশ রাখার স্থান নেই

যুক্তরাষ্ট্রের যারা এখনো কোভিড টিকা দেননি তাদের মধ্যে সংক্রমণ ঘটছে বেশি।ফ্লোরিডা, সাউথ ক্যারোলিনা, টেক্সাস ও লুইজিয়ানায় হাসপাতালগুলোতে রীতিমত অক্সিজেন সংকট চলছে। রিজার্ভ থেকে অক্সিজেন সরবরাহ করেও কুলানো যাচ্ছে না বলে স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল পরামর্শকরা জানিয়েছেন।সিনএনএন
একটি স্বাস্থ্যসেবা কোম্পানির সিনিয়র ডিরেক্টর ডোনা ক্রস বলেন অব্যাহতভাবে কোভিড রোগি বেড়ে যাওয়া অক্সিজেনের চাহিদার সঙ্গে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।আলবামার একজন স্বাস্থ্যকর্মকর্তা বলছেন কোভিডে মৃতদের রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।ডোনা আরও বলেন অক্সিজেন ট্যাংকে ৩০ থেকে ৪০ শতাংশ গ্যাসটি থাকা মাত্রই পুনরায় সরবরাহ আসে কিন্তু এখন ১০ থেকে ২০ শতাংশ অক্সিজেন থাকলেও নিশ্চয়তা নেই যে কবে অক্সিজেন মিলবে।জন হপকিন্সের তথ্য বলছে ফ্লোরিডায় গত শনিবার সর্বোচ্চ হারে কোভিড রোগি হাসপাতালে ভর্তি হয়।প্রতি লাখে ৬৯০ জনের বেশি কোভিডে আক্রান্ত হচ্ছে, এদের ৭৫ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।ফ্লোরিডার জুপিটার মেডিক্যাল সেন্টারের ইনটেনসিভ কেয়ার ইউনিটের চিকিৎসক আহমেদ এলাহাদদাদ সিএনএন’র পামেলা ব্রাউনকে বলেন টিকা না নেওয়া রোগিদের মরতে দেখে দেখে তিনি হতাশ।ডেল্টা ভাইরাস যেনো মানুষের ফুসফুসই খেয়ে ফেলছে।ডা: আহমেদ জানান, তরুণ রোগিদের মরতে দেখে ভীষণ খারাপ লাগছে, ৩০ থেকে ৪০ বছর বয়স্ক আর ৫০ বছর বয়স্করা তো আছেনই।এদের বেশিরভাগই মরছে অক্সিজেন না পেয়ে।যুক্তরাষ্ট্রের জাতীয় সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি আগামী ডিসেম্বরের মধ্যে আরো ১ লাখ মানুষ কোভিডে মারা যাবে বলে শঙ্কা করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024