মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের যাত্রী বহন করবে না এমিরেটস এয়ারলাইন্স

করোনাকালীন সময়ে ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধের কারণে বাংলাদেশসহ পাঁচটি দেশের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এক্ষেত্রে শেষ গন্তব্য হিসেবে এসব দেশ থেকে আপাতত দুবাই যেতে পারবেন না এই পাঁচ দেশের যাত্রীরা। তবে দুবাই হয়ে অন্য দেশে যাওয়া যাবে।

বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার আরটি পিসিআর সুবিধা না থাকায় বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শেষ গন্তব্য হিসেবে দুবাই ভ্রমণকারী যাত্রীদের পরিবহন সম্ভব নয়।

এই পাঁচ দেশের সব বাসিন্দাই দুবাই ভ্রমণের অনুমতি পাবেন; যদি তারা কোভিড -১৯ পরীক্ষার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারেন।

প্রথমত, যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআরে কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সাথে রাখতে হবে।

দ্বিতীয়ত, ফ্লাই করার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে তাদের র‍্যাপিড পিসিআর টেস্টের ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সাথে রাখতে হবে।

এসব দেশ থেকে ট্রানজিট যাত্রীরা দুবাই হয়ে যেতে পারবেন, তবে তাদেরও সাথে কোভিড নেগেটিভ সনদ রাখা জরুরি। বাংলাদেশের যাত্রীদের ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআরে কোভিড পরীক্ষা করাতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024