শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৃষ্ণাঙ্গদের সঙ্গে বনমানুষের তুলনা করার পর ক্ষমা চাইলো ফেসবুক

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের ফেসবুক পেজে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে দেখানো ভিডিওর শেষে ‘বানর প্রজাতির প্রাণী’ তকমা লাগানোর ঘটনায় ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।এ সংক্রান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিটির ব্যবহার বন্ধ করে দিয়েছে ফেসবুক।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।গত শুক্রবার ফেসবুক এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ভুল’ হিসেবে উল্লেখ করেছে।ফেসবুক জানায়, ‘আর যেন এমনটি না ঘটে’ সে লক্ষ্যে ওই রিকমেন্ডেশন ফিচার নিয়ে কাজ করা হচ্ছে।দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ২০২০ সালের ২৭ জুন ডেইলি মেইল তাদের ফেসবুক পেজে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ও সাধারণ লোকজনের সঙ্গে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির তর্কাতর্কির ভিডিও পোস্ট করে।ওই ভিডিওর সঙ্গে বানর বা বানর জাতীয় প্রাণীর কোনো সম্পর্ক নেই।ফেসবুকের সাবেক ও বর্তমান কর্মীদের একটি ফোরামে সম্প্রতি সাবেক একজন কর্মী ওই ভিডিও শেষে দেখানো লেবেলসহ স্ক্রিনশট পোস্ট করেন।ওই লেবেলে বলা হয়, ‘আপনি কি বানর প্রজাতি সম্পর্কিত ভিডিও দেখা চালিয়ে যেতে চান?’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০