শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৪৪ ধারা ভঙ্গ করে এমপি একরামের সমর্থদের মিছিল!

নোয়াখালি পৌর এলাকায় আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমাবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ১৪৪ ধারা বলবর থাকবে। ওই এলাকায় এখন থমথমে অবস্থা রিরাজ করছে। এদিকে, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা দুপুর ১২টার দিকে একটি মিছিল বের করে টাউল হল মোড়ে অবস্থান করলে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, এমপি একরামের সমর্থনে সুবর্ণচর উপজেলার চর জুবলীতে আরেকটি সমাবেশের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ উদ্যোগ।
উল্লেখ্য, ‘একই দিন তিন গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদী, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১