ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, ‘৩০ বাংলাদেশিকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জরুরি খাবার-পানি সহায়তা দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভিজিট ভিসায় তারা প্রথমে দুবাই যান। এরপর দুবাই থেকে লিবিয়া হয়ে তিউনিসিয়ায় যান। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর তাদের উদ্ধার করা হয়।
তিনি জানান, ৩০ জনের মধ্যে শরীয়তপুরের ৭ জন, মাদারীপুরের ৬, গোপালগঞ্জের ৪, টাঙ্গাইলের ৩, ফরিদপুরের ২, কিশোরগঞ্জের ২, সিলেটের ২ এবং কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও ঢাকার একজন করে বাসিন্দা।
                     সর্বশেষ 
                    
                    ৩০ বাংলাদেশি উদ্ধার ভূমধ্যসাগর থেকে
-    
																	 মিশিগান প্রতিদিন ডেস্ক মিশিগান প্রতিদিন ডেস্ক
- আপডেট ০১:৩৮:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- ৪৪ পাঠক
                                 Tag :  
                                                            
							
                            
                                      জনপ্রিয়                                
                                 
										





















