মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উনিশ কুড়ি

কবি: নীহার রঞ্জন দেবনাথ

চলছে বয়স কিবা উনিশ কুড়ি ,
মন বলছে কত অজানা কথা ।
গোপন স্বপ্ন কিছু ব্যাথা ।।
কেউ বলে সুন্দর তরুণ
কেউ বা বলে দিপ্ত বরুণ।।
মন বলে অজানা কথা বয়স ছিল যখন ষোলো
লোকে যে যা বলুক আমায় তাতে কি ই বা হলো
ভালোবাসার মানুষ যে জন তাকে খুঁজি রোজ
দিন চলে যায় রাত চলে যায় রাখে না সে খোঁজ ।

গোলাপ গালের মিষ্টি হাসি ভরে যায় মন
দুষ্টুমি আর লুকোচুরি শুধু খেলব দুজন
বুকের মাঝে বুক টি রেখে গালে দেবো চুম্বন
পাশে বাড়ির রাঙা বউটি , সেতো আমার বোন।

ভালোবাসতে হয় যদি ভুল , করবো সে ভুল আমি ।
ভালোবাসার যাদু দেখবে শুধু তুমি।
সবুজ বাগে পাখিরা সব দেখবে বসে নীড়ে ।
কাটবো সাঁতার খেলবো দুজন যমুনারই তীরে ।
পুষ্প ভরা ভালোবাসায় রাখবো চেপে বুকে
পালকি চড়ে আসবে তুমি আতর গোলাপ মেখে ।
বয়স হলো কুড়ি আমার ভালোবাসায় নেই বাধা
তুমি আমার জীবন ধন তুমিই আমার রাধা ।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024