শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা সুরক্ষায় প্রয়োজন তিন ডোজ টিকা: ফাউসি

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় কয়েক সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এক্ষেত্রে ইসরাইলের দুটি গবেষনার ফলাফল নিয়ে বিশ্লেষন হচ্ছে।যুক্তরাষ্ট্রের গবেষক ড. অ্যান্থনি ফাউসি মনে করছেন, করোনাভাইরাস সংক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে তিন ডোজ টিকার প্রয়োজন হতে পারে। সূত্র: সিএনএন। তিনি ইসরায়েলের দুটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, যারা বুস্টার ডোজ বা তিন ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে সংক্রামণের হার অনেক কম।গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‌‘তিন ডোজ টিকা প্রকৃতপক্ষে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে। এটি সত্যি হলে, দ্রুতই তিন ডোজ টিকার কর্মসূচির অনুমোদন দেওয়া হবে।’ এদিকে, মার্কিন চিকিৎসক ড. ভিভেক মার্থি জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই বুস্টার ডোজের অনুমোদন দিতে পারে এফডিএ (ফুড অ্যাড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) কর্তৃপক্ষ।তবে এখনো পর্যন্ত অনুমোদন না দেওয়া হলেও, জনসাধারণ বুস্টার ডোজের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।অন্যদিকে, একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেওয়ার আগে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে।এ পর্যন্ত প্রায় ৬২.২ শতাংশ মার্কিন নাগরিক করোনার অন্তত এক ডোজ টিকা নিয়েছেন এবং ৫২.৯ শতাংশ নাগরিক দুই ডোজই সম্পন্ন করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024