সিলেটে মায়ের মৃত্যুর ৬ ঘণ্টা পর ছেলের মৃত্যু

মায়ের মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে মারা গেছেন ছেলে। সোমবার (১৮ অক্টোবর) রাত ২টার দিকে সিলেট নগরের ঘাসিটুলার বনকলাপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। এতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনার জানান, সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।